নিউ ইয়র্কে ইউনূস-ব্লিংকেনের বৈঠক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের এক বিরতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাত করেছেন।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট-এর মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, দুই নেতা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্বকে আরও গভীর করার ক্ষেত্রে গুরুত্ব আরোপের ব্যাপারে একমত হয়েছেন।

সেক্রেটারি ব্লিংকেন অন্তর্বর্তী সরকারের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহায়তার উপর জোর দেন যেসময় বাংলাদেশ একটি অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে। সেইসাথে তিনি অব্যাহত সরাসরি বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার জন্য সংস্কারের গুরুত্ব তুলে ধরেন।

দুই নেতা সংবাদমাধ্যমের স্বাধীনতা, দুর্নীতি রোধ, শ্রম অধিকারের প্রতি সম্মান এবং রোহিঙ্গা শরণার্থী ও সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যসহ বাংলাদেশের সকলের জন্য মানবাধিকার সুরক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

বৈঠকে ব্লিংকেন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের কথাও বলেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা।

শুক্রবার ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর ভাষণ দেয়ার কথা আছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে এটি অধ্যাপক ইউনূসের প্রথম যুক্তরাষ্ট্র সফর এবং ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম বিদেশ সফর।