এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও তাদের মিত্ররা বুধবার ইসরায়েল-লেবানন সীমান্তে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বৃহস্পতিবার প্রস্তাবিত সীমান্তে যুদ্ধবিরতির প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আজ হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে বৈঠক করার কথা। বাইডেন বলেন, ইউক্রেনের প্রতি সমর্থন ত্বরান্বিত করার জন্য আমেরিকার পদক্ষেপের কথা ঘোষণা করা হবে। তিনি বলেন, এই পদক্ষেপ রাশিয়ার আগ্রাসনের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা থেকে কিয়েভকে পুনর্গঠনে সহায়তায় আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসাবে নেয়া হচ্ছে।

প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান মাইক জনসন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে যুক্তরাষ্ট্রে তার দেশের রাষ্ট্রদূতকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন, কারণ সুইং স্টেট পেনসিলভেনিয়ার এক অস্ত্র কারখানায় জেলেন্সকির পরিদর্শনের সময় কোনো রিপাবলিকানকে আমন্ত্রণ জানানো হয়নি।। জনসন এই সফরকে ডেমোক্র্যাটদের সহায়তা করতে পক্ষপাতদুষ্ট প্রচারণা হিসাবে বর্ণনা করেছেন।