জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শেষ বারের মত আজ মঙ্গলবার ভাষণ দেন।
কর্মকর্তারা বলছেন, বাইডেন তার শাসনামলের অর্জন এবং বিশ্বের জন্য বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক রয়েছেন। তিনি ইউক্রেন নিয়ে নিরাপত্তা পরিষদের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন বলেন বলে আশা করা হচ্ছে।
লেবাননে ইসরায়েল এবং হেজবোল্লাহর মধ্যে সংঘাত তীব্র হওয়ায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বাড়তি কিছু সেনা পাঠাচ্ছে বলে জানিয়েছেন পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।