ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি সোমবার (২৩শে সেপ্টেম্বর) ঘোষণা দিয়েছে যে, মঙ্গলবার থেকে ঢাকা শহরের শিক্ষার্থীরা সপ্তাহে সাতদিনই ভোর থেকে মধ্য রাত পর্যন্ত নির্ধারিত ভাড়ার অর্ধেক টাকা দিয়ে বাসে চলাফেরা করতে পারবে।
ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত সভায় এই ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।
ভোর ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত সপ্তাহের সবদিনই শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় যেকোনো লোকাল বাসে চলাফেরা করতে পারবে।
"এই সিদ্ধান্ত ছাত্রদের জন্য আন্দোলনের একটা উপহার,” ভয়েস অফ আমেরিকাকে বলেন ঢাকা শহরের সুপরিচিত কলেজ ঢাকা কলেজের শিক্ষার্থী তানজিম তোহা। তবে তিনি মনে করেন এই সিদ্ধান্ত অনেক আগেই নেয়া উচিৎ ছিল।
“ঢাকায় অনেক ছাত্রের জন্যই দৈনন্দিন খরচ চালানো কঠিন হয়ে যায় তাই অনেককেই টিউশনির জন্য বিভিন্ন এলাকায় যেতে হয়,” তিনি বলেন।
'হাফ-পাস' নামে পরিচিত
এই নতুন সিদ্ধান্তের ফলে দিন বা রাত যেকোনো সময়ে হাফ ভাড়ায় যেকোনো এলাকায় গিয়ে পড়াতে পারবে একজন ছাত্র, বলছিলেন তানজিম তোহা।
এই সুবিধা পেতে শিক্ষার্থীদের ইউনিফর্ম পরিহিত অবস্থায় থাকতে হবে অথবা ছবিযুক্ত পরিচয় পত্র সাথে রাখতে হবে।
এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকায় শিক্ষার্থীদের জন্য সপ্তাহে পাঁচদিন এই অর্ধেক ভাড়ার রীতি প্রচলিত ছিল।
সে সময় সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই সুবিধা পেত ঢাকার ছাত্র ছাত্রীরা।
ঢাকার শিক্ষার্থীদের কাছে এই সুবিধা 'হাফ-পাস' নামে পরিচিত।
মঙ্গলবার থেকেই এই সিদ্ধান্ত ঢাকা মহানগরে কার্যকর করা হবে। অনুষ্ঠানে ঢাকার পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, শুরুতে ঢাকায় হলেও পর্যায়ক্রমে সব মহানগরেই এই সুবিধা চালু করার উয্যোগ নেয়া হবে।