ইসরায়েল আর হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা আর পাল্টা-হামলায় পূর্ণ যুদ্ধের আশঙ্কা বাড়ছে

দক্ষিণ লেবাননে বোমা বর্ষণের পর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। ফটোঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪।

লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী আর ইসরায়েলি বাহিনী রবিরার একে ওপরকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ফলে দু’দেশের সীমান্ত বরাবর চলমান সংঘাত পূর্ণ যুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ সামরিক কমান্ডার নিহত হবার জবাবে হিজবুল্লাহ পাল্টা হামলা করার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশের উত্তরে “যে কোন মূল্যে” নিরাপত্তা ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

লেবাননের বিভিন্ন এলাকায় গত সপ্তাহে শত শত পেজার এবং ওয়াকি-টকি বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩২জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হবার ঘটনার জন্য হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করে।

নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল সাম্প্রতিক দিনগুলোতে “হিজবুল্লাহর উপর একের পর এক আঘাত করেছে যেটা তারা কখনো কল্পনা করতে পারে নাই।” তিনি আঘাতগুলোকে “বার্তা” হিসেবে বর্ণনা করেন।

নেতানিয়াহুর বক্তব্যের আগে হিজবুল্লাহ রবিবার ভোরে উত্তর ইসরায়েলে হাইফা শহরের কাছে রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হিজবুল্লাহ বলে তারা বিগত সপ্তাহের ইসরায়েলের আক্রমণের জবাব দিচ্ছিল।

হিজবুল্লাহর উপ মহাসচিব নাইম কাসেম (ডানে) এবং লেবাননের সংসদে হিজবুল্লাহ গ্রুপের নেতা মোহাম্মাদ রা'দ (মাঝে) দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ কমান্ডার ইব্রাহিম আকিলের জানাজায় অংশ নেন। ফটোঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪।

হিজবুল্লাহর উপ মহাসচিব নাইম কাসেম বলেন, হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে তাদের লড়াইয়ে নতুন অধ্যায় শুরু করেছে, যেটাকে তিনি “ফয়সালা করার সীমাবিহীন লড়াই” বলে বর্ণনা করেন। তিনি শুক্রবারের ইসরায়েলি হামলায় নিহত এক কমান্ডারের জানাজায় বক্তব্য রাখছিলেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখোপাত্র জন কারবি এবিসি নিউজ চ্যানেলের “দিস উইক” অনুষ্ঠানে বলেন, ইসরায়েল এবং হিজবুল্লাহর উচিত নিজেদের সংযত রাখা, যাতে সংঘাত পূর্ণ যুদ্ধে পরিণত না হয়।

গাজায় হামাস জঙ্গিদের বিরুদ্ধে ইসরায়েলের প্রায় বছরব্যাপী যুদ্ধ ছাড়িয়ে লেবানন সীমান্তে দ্বিতীয় রণাঙ্গন খোলা সম্পর্কে তিনি বলেন, “আমার বিশ্বাস ... দ্বিতীয় ফ্রন্ট খোলার চেয়ে ভাল পথ আছে।”

ইসরায়েলে হিজবুল্লাহর পাল্টা হামলা

এর আগে, অ্যাসোসিয়েটেড প্রেস জানায়ঃ রবিবার ভোরে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের বিস্তৃত ও গভীর এলাকায় শতাধিক রকেট নিক্ষেপ করে, যার মধ্যে কিছু হাইফা শহরের কাছে আঘাত হানে। অন্যদিকে ইসরায়েল লেবাননে শত শত হামলা চালিয়েছে।

কয়েক মাস ধরে ক্রমবর্ধমান উত্তেজনার পর উভয় পক্ষ সর্বাত্মক যুদ্ধের দিকে ঝুঁকছে বলে মনে হচ্ছে।

ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলে হিজবুল্লাহর রকেট প্রতিহত করার লক্ষ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হচ্ছে। ফটোঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪।

রাতভর চলা রকেট হামলায় ইসরায়েলজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়। হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটে যায়। ইসরায়েলি সামরিক বাহিনী বলে এবারের হামলা “বেসামরিক এলাকা লক্ষ্য করে” করা হয়েছিল, যার ফলে উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। পূর্ববর্তী ব্যারেজগুলো মূলত সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে হয়েছিল।

শুক্রবার বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর অন্যতম শীর্ষ নেতার পাশাপাশি নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন নিহত হওয়ার পর এ হামলার ঘটনা ঘটলো। হিজবুল্লাহ ইতোমধ্যে অত্যাধুনিক আক্রমণের শিকার হয়।

কয়েকদিন আগে এক হামলায় হাজার হাজার ব্যক্তিগত ডিভাইস বিস্ফোরিত হয়েছিল।

হাইফার নিকটবর্তী কিরিয়াত বিয়ালিকের একটি আবাসিক ভবনের কাছে একটি রকেট আঘাত হানে। এতে কমপক্ষে তিনজন আহত হয় এবং ভবন ও গাড়িতে আগুন ধরে যায়। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম রেস্কিউ সার্ভিস জানায়, রকেটের টুকরো বা শ্র্যাপনেলের আঘাতে মোট চারজন আহত হয়েছেন।

কিরিয়াত বিয়ালিকে রকেট আঘাত হানার শব্দ শোনার আগেই আভি ভাজানা তার স্ত্রী ও নয় মাস বয়সী শিশুকে নিয়ে একটি আশ্রয়কেন্দ্রে ছুটে যান। এরপর তিনি বাইরে গিয়ে কেউ আহত হয়েছেন কি না তা দেখেন।

তিনি বলেন, “আমি জুতা ছাড়া, শার্ট ছাড়া, শুধু প্যান্ট পড়ে দৌড়েছি। সবকিছুতে যখন আগুন জ্বলছে তখন আর কেউ আছে কি না তা দেখার জন্য আমি দৌড়ে এই বাড়িতে যাই।”

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সীমান্তের কাছে ইসরায়েলি হামলায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা গত ২৪ ঘণ্টায় লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে এবং রকেট লঞ্চারসহ জঙ্গিদের প্রায় ৪০০ অবস্থানে আঘাত হেনেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি বলেন, এসব হামলা আরও বড় ধরনের হামলা নস্যাৎ করে দিয়েছে।