কানাডায় সন্দেহজনক অগ্নিকান্ডে সেতু ধ্বংস

Your browser doesn’t support HTML5

১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, একটি বিশাল অগ্নিকান্ডে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার একটি ঐতিহাসিক সেতু ধ্বংস হয়ে যায়।

রেড ব্রিজ নামে পরিচিত, নদী পারপারে ব্যবহৃত সেতুটির কাঠামো কাঠের তৈরি। ১৯৩৬ সালে কামলুপস শহরকে টেক 'এমলুপস তে সেকিউপেমক ফার্স্ট নেশন-এর সাথে সংযুক্ত করতে সেতুটি তৈরি করা হয়েছিল।

রাতারাতি আগুন ছড়িয়ে পড়ে এবং কামলুপস ফায়ার রেসকিউ বাহিনীর অগ্নিনির্বাপক কর্মীরা যতক্ষণে ঘটনাস্থলে পৌঁছান, ততক্ষণে সেতুটি আগুনে পুরোপুরি পুড়ে যায়।

মাত্র দু 'দিন আগে ঘটে যাওয়া একটি ছোট অগ্নিকাণ্ডের পরেই এমন ঘটনা ঘটায় স্থানীয় কর্তৃপক্ষ অগ্নিকান্ডটিকে সন্দেহজনক বলে মনে করছে। (রয়টার্স)