ইউক্রেন সফরে ইইউ’র প্রেসিডেন্ট ভন দ্যর লেইন

Your browser doesn’t support HTML5

২০ সেপ্টেম্বর, শুক্রবার, ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দ্যর লেইন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথে দেখা করতে কিয়েভে পৌঁছেছেন।

ভন দ্যর লেইন বলেন, তিনি ইউরোপের সমর্থন, শীতকালীন প্রস্তুতি, প্রতিরক্ষা এবং জি-৭ ঋণের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন।

বৃহস্পতিবার তিনি বলেন, ইউরোপের বিভিন্ন দেশে জব্দ করা রাশিয়ার অর্থ সম্পদের আয় থেকে ১৬ কোটি ইউরো আসন্ন শীতের জন্য ইউক্রেনের জরুরি মানবিক চাহিদা মেটাতে বরাদ্দ করা হবে। (রয়টার্স)