খাগড়াছড়িতে আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে জুম্ম ছাত্র জনতার মিছিল

Your browser doesn’t support HTML5

খাগড়াছড়ির দীঘিনালায় আদিবাসীদের ওপর হামলা, দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার ''বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা'' ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা। পরে তারা শাহবাগে গিয়ে রাস্তা বন্ধ করে কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন।

খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘর্ষের ঘটনায় চারজন নিহতের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন।