ইসরায়েল লেবাননে 'হেজবুল্লাহ বাহিনীর লঞ্চার এবং সন্ত্রাসী স্থাপনাগুলোর' ওপর আঘাত করার পর ওয়াইট হাউস বলেছে, মধ্যপ্রাচ্যে কুটনৈতিক সমাধান সম্ভব এবং খুব জরুরি। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন সব পক্ষকে রাশ টেনে ধরার আহবান জানিয়েছে।
রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প বলেছেন, তিনি এবারের নির্বাচনে না জিতলে ইসরায়েল 'সম্পূর্ণ নিশ্চিহ্ন' হবার মুখোমুখি হবে। ইসরায়েলি-আমেরিকান কাউন্সিল ন্যাশনাল সামিটে তিনি বলেন, এই নির্বাচনের ওপর ইসরায়েলকে রক্ষা করা নির্ভর করছে।
ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস সাবেক টিভি ব্যক্তিত্ব ওপরাহ উইনফ্রির সাথে এক লাইভস্ট্রিম অনুষ্ঠানে অংশ নেন। এক পর্যায়ে হ্যারিস বলেন, তার বাড়িতে কোনো সম্ভাব্য অনুপ্রবেশকারীকে গুলি করা হবে। সিক্রেট সার্ভিস তার প্রহরায় নিয়োজিত, কিন্তু ক্যালিফোর্নিয়ার বাড়িতে তার নিজের হ্যান্ডগান আছে।