মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ব্যাংককের শহরতলিতে ৬৪ বছর বয়সী এক নারীকে পেঁচিয়ে ধরলো একটি পাইথন। এই নারী নিজের বাড়িতে সন্ধ্যাবেলা রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন।
চার থেকে পাঁচ মিটার লম্বা পাইথনটি তার শরীর পেঁচিয়ে ধরে এবং চাপ দিয়ে রান্নাঘরের মেঝেতে তাকে শুইয়ে ফেলে।
পাইথন বিষহীন সাপ। এরা তাদের শিকারকে ধীরে ধীরে পেষণ করে শ্বাস রোধ করে মেরে ফেলে।
সাপটি যাতে বজ্র আঁটুনি খুলে দেয় এবং এটিকে ধরার আগেই দূরে সরে যায় সে জন্য পুলিশ ও প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তারা এর মাথায় আঘাত করতে ক্রোবার ব্যবহার করেন।
এই ঘটনার ঠিক পরেই থাইল্যান্ডের মিডিয়াতে এই নারী কথা বলেছেন। সেই ভিডিও থেকে জানা গেছে, পাইথনের কয়েকটি কামড় বসিয়েছে। সে জন্য তার চিকিৎসা করা হয়েছে, তবে আর কোনুও ক্ষতির আশঙ্কা নেই বলে ধারণা করা হচ্ছে। (এপি)