খাগড়াছড়ি জেলায় ঘরবাড়ি ও দোকানে আগুন দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে (১৯ সেপ্টেম্বর) বিক্ষুব্ধ আদিবাসী ছাত্ররা শাহবাগে জড়ো হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) খাগড়াছড়ির পানখাইয়া পাড়ায় এক বাড়িতে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে মো. মামুন নামের যুবককে পিটিয়ে হত্যা করা হয়। মামুনের স্বজনরা এ হত্যাকাণ্ডের জন্য পানখাইয়া পাড়াবাসীকে দায়ী করেছেন।
এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে এক পর্যায়ে লারমা স্কয়ার সংলগ্ন বাড়ি, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
দীঘিনালার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক বলেছেন, "কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"