হিজবুল্লাহর একাধিক অবস্থানে হামলা চালানো হয়েছে, বলছে ইসরায়েল সেনাবাহিনী

দক্ষিণ লেবাননের আল-তায়বেহ গ্রামে ইসরায়েলি বিমান হামলার পর ধোঁয়ার কুণ্ডলী উঠছে। ফটোঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪।

ইসরায়েলের সামরিক বাহিনী বৃহস্পতিবার বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সাতটি জায়গায় তারা হামলা চালিয়েছে। পাশাপাশি তারা ঘোষণা করেছে, ইসরায়েলি কর্মকর্তাদের হত্যা করতে ইরান সমর্থিত ষড়যন্ত্রে যুক্ত সন্দেহে এক ইসরায়েলি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

ইসরায়েলি প্রশাসন এক বিবৃতিতে বলেছে, গ্রেফতার হওয়া ওই ব্যক্তি একজন ব্যবসায়ী। তার সঙ্গে তুরস্কের যোগ রয়েছে এবং ইরানে অন্তত দুটি বৈঠকে তিনি যোগ দিয়েছিলেন। তাদের ষড়যন্ত্রের সম্ভাব্য লক্ষ্য ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।

এই বিবৃতিতে বলা হয়েছে, গত মাসে গ্রেফতারির ঘটনাটি ঘটেছে।

বৃহস্পতিবার ইসরায়েলি হামলার পাশাপাশি সে দেশের সামরিক বাহিনী আরও জানিয়েছে, লেবাননের দিক থেকে কয়েকটি ড্রোন ইসরায়েলি ভূখণ্ডে উড়ে এসেছে।

লেবাননে হিজবুল্লাহর ব্যবহৃত ওয়াকি-টকি ও পেজার বিস্ফোরণে মঙ্গলবার ও বুধবার কমপক্ষে ৩২ জন নিহত ও ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এই বিস্ফোরণের পরই ঘটেছে সর্বশেষ আন্তঃসীমান্ত হামলা।

হিজবুল্লাহ এই হামলার দায় চাপিয়েছে ইসরায়েলের উপর। ইসরায়েল সেই দায় স্বীকার বা প্রত্যাখ্যান করেনি।ন

গ্যালান্ট বৃহস্পতিবার বলেছেন, “হিজবুল্লাহর হুমকির বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষা” এবং এই অঞ্চলের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

পেন্টাগন বলেছে, এই অঞ্চলে ইরান, হিজবুল্লাহ ও ইরানের অন্যান্য সহযোগীদের “হুমকির মুখে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অটল ও দৃঢ় সমর্থনের” কথা পুনর্ব্যক্ত করেছেন অস্টিন।

পেন্টাগনের এক মুখপাত্র বলেছেন, “আঞ্চলিক প্রতিপক্ষকে নিরস্ত করতে ও এই অঞ্চলে উত্তেজনা হ্রাস করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের উপর জোর দিয়েছেন মন্ত্রী।”

ইসরায়েল ঘোষণা করেছিল,হিজবুল্লাহর রকেট হামলা থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলকে রক্ষা করতে গাজায় হামাস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে তাদের লক্ষ্যকে আরও বৃহৎ করা হচ্ছে। এই ঘোষণার পরই পেজার ও ওয়াকি-টকি হামলার ঘটনা ঘটে।

তবে কয়েকজন সাবেক গোয়েন্দা কর্মকর্তার মতে, হিজবুল্লাহর পেজার, রেডিও ও অন্যান্য যন্ত্রে বিস্ফোরণ ঘটানো কার্যত যুদ্ধ না করে নিজেদের লক্ষ্যপূরণে ইসরায়েলি প্রচেষ্টার অংশ হতে পারে।