পয়লা অক্টোবরের পরেও সরকারকে তহবিল জোগান দেয়া সংক্রান্ত স্পিকার মাইক জনসনের একটি বিল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ নাকোচ করে দিয়েছে। কারণ ঐ বিলে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প সমর্থিত একটি শর্ত ছিল, যার আওতায় ভোটার নিবন্ধনের সময় নাগরিকত্বের প্রমাণ দেয়া বাধ্যতামূলক।
বল্টিমোরে যে মালবাহী জাহাজের ধাক্কায় ফ্রান্সিস স্কট কি ব্রিজ ভেঙ্গে ৬জন মারা যায়, সেই জাহাজের মালিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ১০০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ চেয়েছে। মেরিল্যাণ্ড রাজ্যের এক হিসেব অনুযায়ী ঐ সেতু মেরামত করতে ১.৭ থেকে ১.৯ বিলিয়ন ডলার খরচ হবে।
অবৈধ যৌন ব্যবসার অভিযোগে আটক ধনকুবের র্যাপার শন ডিডি কুম্বস-এর জামিনের আবেদন বুধবার দ্বিতীয়বারের মত নাকোচ করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে কুম্বসের যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে।