ডলারের দাম কমেছে বাংলাদেশে খোলা বাজারে

ইউএস ডলার ( রয়টার্স ফাইল ফটো)

চাহিদার চেয়ে সরবরাহ বেড়ে যাওয়ায় বাংলাদেশের খোলা বাজারে কমেছে ডলারের (ইউএস) দাম।

বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যবসায়ী ও মানি চেঞ্জারদের মতে, বর্তমানে খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছে ১২১ থেকে ১২২ টাকায়। যা তিন সপ্তাহ আগেও ছিল ১২৫ টাকা।

৫ অগাস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর মানুষের বিদেশ ভ্রমণ কমে যাওয়া এবং খোলাবাজারে ডলারের প্রবাহ বেড়ে যাওয়ায় ডলারের বিনিময় হার নিম্নমুখী হয়েছে।

সাধারণত ভ্রমণকারীরা খোলা বাজার থেকে বৈদেশিক মুদ্রা কিনে থাকে। ভ্রমণকারীদের চাহিদা কমে যাওয়ায় ডলারের দামও কমতির দিকে।

শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন, সাধারণ ছুটির কারণে সৃষ্ট পরিস্থিতির কারণে ১৯ থেকে ২৩ জুলাই ব্যাংক বন্ধ ছিল। এ ছাড়া টানা ৫ দিন ব্রডব্যান্ড ইন্টারনেট এবং ১০ দিন মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল। এ কারণে দেশের ব্যাংকগুলোর সঙ্গে বৈদেশিক লেনদেনও প্রায় বন্ধ ছিল।