ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যুর অভিযোগ

যুবদল নেতা সাইদুল ইসলাম

ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে আটকের পর সাইদুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে।

নিহত সাইদুল ইসলাম (৪০) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুব সংগঠন যুবদলের ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরীর গোলপুকুর পাড় এলাকার বাসিন্দা আব্দুস ছালামের ছেলে।

নিহত সাইদুলের বিরুদ্ধে হত্যা ও দখল বাণিজ্যের অভিযোগ ছিল বলে জানা গেছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরীর গোলপুকুর পাড় এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে সাইদুল ইসলামসহ সাতজনকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে যৌথবাহিনীর এক অভিযানে আটক হয় যুবদল নেতা সাইদুল ইসলামসহ সাতজন। রাত ১টার দিকে সেনাবাহিনী তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের চিকিৎসক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

ছয়জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এই মৃত্যুর ব্যাপারে তাদের কোনো অভিযোগ নেই।

কোতোয়ালি মডেল থানার (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, হাসপাতাল থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।