পশ্চিম ফ্রান্সে আটকে পড়া একদল ডলফিনকে বাঁচাতে বড় অভিযান

Your browser doesn’t support HTML5

১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে এক বিশাল উদ্ধার অভিযানের পর ১২টির বেশি আটকে পড়া ডলফিনকে উদ্ধার করা হয়েছে।

একটি ডলফিন বাঁচানো না গেলেও ১৭টি ডলফিন সাগরে ফিরে যেতে সক্ষম হয়।

ডলফিনগুলোকে বাঁচাতে ১৯ জন দমকলকর্মী, তিনজন ইকো-গার্ড এবং স্থানীয় একটি বন্যপ্রাণী পর্যবেক্ষণাগারের ৬ জন সদস্যসহ মোট ৩৪ জনকে একত্রিত করা হয়েছিল। (এএফপি)