১৭ সেপ্টেম্বর মঙ্গলবার পাঁচ হাজার দমকলকর্মী পর্তুগালের উত্তরাঞ্চল জুড়ে ছড়িয়ে পড়া একাধিক দাবানল নিয়ন্ত্রণে জোর চেষ্টা চালাচ্ছেন। দাবানলে ইতোমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে এবং অসংখ্য বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
জাতীয় কর্তৃপক্ষের কাছে প্রায় ১০০টি অগ্নিকান্ড রিপোর্ট হওয়ায় দমকল ব্রিগেড চাপের মুখে পড়ে দুর্বল হয়ে গিয়েছে।
কতজন মানুষকে সরিয়ে নিতে হয়েছে এবং কতগুলো বাড়ি নষ্ট হয়েছে সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো পরিসংখ্যান দেয়নি। (এপি)