ট্রাম্পকে হত্যা চেষ্টার পেছনে কারণ খুঁজছেন তদন্তকারীরা

২০২২ সালের ২৭ এপ্রিল এএফপি টিভির ধারণকৃত ভিডিও থেকে নেওয়া এই ফাইল ছবিতে রায়ান ওয়েসলি রাউথকে কিয়েভে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টাকারী সন্দেহভাজন ব্যক্তির সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট ও পোস্ট নিরীক্ষা করে তার এই পদক্ষেপের পেছনের কারণ ও এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কী না, তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

সাবেক প্রেসিডেন্টের ওয়েস্ট পাম বিচ, ফ্লোরিডার গলফ কোর্স থেকে পালিয়ে যাওয়ার পর রবিবার দিনের শেষভাগে ৫৮ বছর বয়সী রায়ান ওয়েসলি রাউথকে গ্রেপ্তার করেছে ফ্লোরিডার শেরিফের ডেপুটিরা।

কর্মকর্তারা বলছেন, রাউথের মোবাইল ফোন থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, তিনি গলফ কোর্সের পঞ্চম ও সপ্তম গর্তের মাঝে যোগসূত্র স্থাপনকারী একটি চেইন লিংক পেরিমিটার বেড়ার আড়ালে থাকা ঝোপে ১২ ঘণ্টা লুকিয়ে অপেক্ষা করছিলেন।

ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবের কাছেই নিরাপত্তা কর্মীদের দেখা যাচ্ছে। ১৬ সেপ্টেম্বর ২০২৪।

রাউথের বিরুদ্ধে অভিযুক্ত আসামী হিসেবে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা ও মুছে ফেলা সিরিয়াল নাম্বারসহ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।

তবে কর্মকর্তারা জানান, যখন এফবিআইর তদন্তকারীরা রাউথকে গ্রেপ্তার করার পর তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন, তখন তিনি তার সাংবিধানিক অধিকার অনুযায়ী একজন আইনজীবীর সঙ্গে সাক্ষাতের দাবি জানান ও কথা বলতে অস্বীকার করেন।

জেরার পরিবর্তে, এফবিআই ও তাদের অংশীদাররা এখন ঘটনাস্থলে সন্দেহভাজন ব্যক্তির ফেলে যাওয়া গো প্রো ক্যামেরা ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামে তল্লাশি চালানোর ওয়ারেন্ট জোগাড়ের চেষ্টা চালাচ্ছে। সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিটির আগের ঠিকানাগুলোতে রাখা গাড়ি ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামেও তল্লাশি চালাতে চাইছে সংস্থাগুলো।

এফবিআই স্পেশাল এজেন্ট ইন চার্জ জেফরি ভেলট্রি বলেন, “সন্দেহভাজন ব্যক্তি অনলাইনে সক্রিয় ছিলেন। তিনি কি কি পোস্ট করেছেন ও কি কি বিষয় নিয়ে অনলাইনে সার্চ করেছেন, আমরা সেগুলো খতিয়ে দেখছি।”

“সন্দেহভাজন ব্যক্তির ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ে তথ্যের জন্য এফবিআই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে একাধিকবার অনুরোধ জানিয়েছে”, জানান ভেলট্রি। সোমবার দিনের শেষভাগে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময় তিনি আরও জানান, “আমরা বেশ কয়েকটি উৎস থেকে জবাব পেয়েছি এবং অন্যান্য উৎস থেকেও একই ধরনের সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছি।”

ভেলট্রি জানান, পাশাপাশি হনলুলু, হাওয়াই ও নর্থ ক্যারোলাইনার শার্লটেও এফবিআইর ফিল্ড অফিস থেকে সন্দেহভাজন ব্যক্তির পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও সাবেক সহকর্মীদের সাক্ষাৎকার নেওয়ার জন্য এজেন্ট পাঠানো হয়েছে।

ভেলট্রি জানান, তদন্তকারীরা গত কয়েক বছরে সন্দেহভাজন ব্যক্তি আরও কি কি বক্তব্য রেখেছেন, সেটাও খতিয়ে দেখছেন তারা। এর মধ্যে ছিল বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার, যেখানে তিনি ইউক্রেনে যুদ্ধ করার জন্য আফগানে সেনা ও অন্যদের নিয়োগ দেওয়ার চেষ্টা করেছেন।

সন্দেহভাজনের অনলাইন কার্যক্রম ইঙ্গিত করছে, এক পর্যায়ে তিনি ট্রাম্পকে সমর্থন করতেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তার পোস্ট দেখে মনে হয়েছে ট্রাম্পের প্রতি তার মনোভাব তেতো হয়ে গেছে।

২০২৩ সালে নিজ উদ্যোগে প্রকাশ করা একটি বইতে তিনি ইরানকে সাবেক প্রেসিডেন্টকে হত্যা করার উৎসাহ দেন।

ইউক্রেনস আনউইনেবল ওয়ার নামের বইতে তিনি বলেন, “আপনারা চাইলে ট্রাম্পকে হত্যা করতে পারেন”। তিনি সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের বর্তমান প্রার্থীকে একজন “নির্বোধ” ও “হাস্যকর” মানুষ হিসেবে আখ্যায়িত করেন।

তবে অন্য কারও সঙ্গে ষড়যন্ত্রে জড়িয়েছিলেন কী না রাউথ, সেটা এখনো স্পষ্ট নয়।

প্রতিবেদনের কিছু তথ্য এপি থেকে নেওয়া হয়েছে।