থাইল্যান্ডের বেবি পিগমি হিপ্পো অনলাইন তারকা হয়ে উঠেছে

Your browser doesn’t support HTML5

দুই মাস বয়সী মু-ডেং পিগমি জলহস্তীকে দেখতে থাইল্যান্ডের খাও খেও চিড়িয়াখানায় আগের চেয়ে অনেক বেশি মানুষ ভিড় করছে। সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪।

থাই ভাষায় মু ডেং-এর অর্থ "বাউন্সিং পিগ"। প্রায় দুই সপ্তাহ আগে তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং তারপর থেকে মু ডেং খ্যাতি অর্জন করে।

মু ডেং-এর টিকটক অ্যাকাউন্টে এখন ২৬ লক্ষ ফলোয়ার রয়েছে এবং তার খ্যাতি বহুদূরে ছড়িয়ে পড়েছে। এমনকি, কিছু ভক্ত তার থেকে অনুপ্রাণিত হয়ে শিল্পকর্ম এবং মিষ্টান্ন পর্যন্ত তৈরি করেছেন।

চিড়িয়াখানার পরিচালকের মতে, বছরের এই সময়ে সাধারণত ৮০০'র কাছাকাছি সংখ্যার বিপরীতে বর্তমানে সেখানে প্রতি সপ্তাহে তিন থেকে চার হাজার দর্শনার্থীকে দেখা যাচ্ছে। এছাড়াও সপ্তাহান্তে প্রতিদিন প্রায় ১০,০০০ লোক আসছে, যা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি।

সোমবার, কয়েক ডজন ভক্তকে বেবি হিপ্পো তারকাকে এক ঝলক দেখার জন্য মু ডেং এর ঘেরের চারপাশে ভিড় করতে দেখা গেছে।