ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) কলকাতার তালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল এবং আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গত ৯ আগস্টে একজন শিক্ষানবিশ ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার করেছে। শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪।
গত মাসে কর্মস্থলে মৃত পাওয়া ৩১ বছরের তরুণী ডাক্তারের ধর্ষণ-হত্যার প্রধান সন্দেহভাজন এবং প্রাক্তন পুলিশ স্বেচ্ছাসেবক সঞ্জয় রায়কে স্থানীয় আদালতে হাজির করার একদিন পরে অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়।
ঘোষের সাথে মণ্ডলকে ফেডারেল পুলিশ মেডিকেল পরীক্ষার জন্য একটি হাসপাতালে নিয়ে আসতে দেখা যায়। তার বিরুদ্ধে এফআইআর (প্রথম তথ্য প্রতিবেদন) দাখিল করতে দেরি করার এবং আলামত নষ্ট করার অভিযোগে আছে।
ধর্ষণ-হত্যার ঘটনাটি প্রকাশ্যে আসার পর ঘোষ কলেজের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেন এবং আর্থিক অনিয়মের অভিযোগে ২ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।
সিবিআই জানিয়েছে যে তারা হাসপাতালের দুই বিক্রেতা এবং মামলার সাথে জড়িত ঘোষের ঘনিষ্ঠ সহযোগীকেও গ্রেপ্তার করেছে।
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের কাছে বিক্ষোবরত ডাক্তারদের স্লোগান দিতে এবং ঢাক পেটাতে দেখা গেছে।