সাতক্ষীরায় বাড়ির সামনে দিয়ে গান বাজিয়ে যাওয়ায় চুমকি (১৫) নামে এক প্রতিবন্ধী কিশোরীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদরের লাবসা ইউনিয়নের থানাঘাটা মোড়ে ঘটনাটি ঘটে।
আটক ইলিয়াস হোসেন একই এলাকার একরামুল হোসেনের ছেলে এবং চুমকি একই এলাকার রেজাউল ইসলামের প্রতিবন্ধী মেয়ে।
স্থানীয়রা জানান, চুমকি রাস্তা দিয়ে একটি স্পিকারে জোরে গান বাজিয়ে যাচ্ছিলেন। জোরে গান বাজানোর কারণে হাতুড়ি দিয়ে চুমকির মাথায় কয়েকটি আঘাত করেন ইলিয়াস। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চুমকির। পরে ইলিয়াস ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা আটক করে মারধর করেন। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পে খবর দিলে র্যাব সদস্যরা এসে ইলিয়াস ও তার বাবা-মাসহ পাঁচজনকে আটক করে নিয়ে যায়।
সদর হাসপাতালের চিকিৎসক মমতাজ মুজিদ বলেন, চুমকিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তার মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে।
র্যাব-৬ সাতক্ষীরার কমান্ডার মো. ফয়সাল তানভীর বলেন, এ ঘটনায় র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইলিয়াস হোসেন, তার মা ও বাবাসহ মোট পাঁচজনকে আটক করেছে। যাছাই-বাছাই শেষে অভিযুক্তদের বিষয়ে জানানো হবে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ইলিয়াস মাদকাশক্ত। জোরে গান বাজানোর কারণে তাকে হত্যা করেছে।