ভারতের কমিউনিস্ট আন্দোলনের শীর্ষ নেতাদের অন্যতম, সীতারাম ইয়েচুরি ৭২ বছর বয়সে মারা গেছেন। কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) বা সিপিএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইয়েচুরি প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিল্লিতে মারা যান বলে ভারতের গণ মাধ্যম জানিয়েছে।
কলকাতার দ্য ওয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯ অগাস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর থেকে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি ছিলেন ইয়েচুরি।
সোমবার রাতে অবস্থার অবনতি হওয়ায় কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য নিতে হয়।
সীতারাম ইয়েচুরি ১৯৫২ সালের ১২ অগাস্ট তামিল নাডু রাজ্যের চেন্নাইয়ে জন্ম নিয়েছিলেন। দিল্লির জাওহারলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই সিপিএমের সদস্যপদ নিয়ে পুরো সময়ের রাজনীতি করার সিদ্ধান্ত নেন।
তবে ইয়েচুরি বাংলা (পশ্চিমবঙ্গ) থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ ছিলেন, ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ।
ইয়েচুরি মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোষ্টে বন্দ্যোপাধ্যায় লেখেন, “এই বর্ষীয়ান রাজনীতিকের মৃত্যুতে ভারতের জাতীয় রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে।”
“ইয়েচুরি ছিলেন সিপিএম-এর শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী,” কলকাতার দ্য টেলিগ্রাফ পত্রিকায় লিখেছেন অর্ণব গাঙ্গুলি। “তিনি দলের মুখপাত্র প্রকাশনা পিপল’স ডেমোক্রেসি দু’দশকের বেশি সময় সম্পাদনা করেছেন এবং কয়েকটি বই লিখেছেন।”
ইয়েচুরির রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় ২২ বছর বয়সে, ১৯৭৪ সালে, এবং এক বছর পরেই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জরুরী অবস্থার মাঝে গ্রেফতার হন।
তিনি ১৯৯২ সালের পর থেকে সিপিএম-এর পলিটব্যুরোর সদস্য ছিলেন এবং ২০১৫ সালে দলের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।