যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৃহস্পতিবার তার ইউরোপ সফরের শেষ পর্যায়ে ওয়ারস-তে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সাথে সাক্ষাত করেছেন। সেখানে ইউক্রেনের কর্মকর্তারা বারবার রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলা চালাতে পশ্চিমা দেশগুলোর সরবরাহকৃত অস্ত্র ব্যবহারের অনুমতি চান।
কর্মকর্তারা বুধবার জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের পূর্বদিকের পার্বত্য অঞ্চলে তিনটি বড় দাবাগ্নিতে কয়েক ডজন বাড়ি পুড়ে গেছে এবং হাজার হাজার বাসিন্দা সরে যেতে বাধ্য হয়েছে।
গত সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরে বিক্ষোভের সময় ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে নিহত ২৬ বছর বয়সী মানবাধিকার কর্মী আয়সেনুর এজগি এইগির স্মরণে সিয়াটালের এক সমুদ্র সৈকতে শত শত মানুষ সন্ধ্যার সময় জড়ো হয়েছিল। এইগি ঐ শহরের বাসিন্দা ছিলেন।