সংগীত জগতের সবচেয়ে বড় তারকাদের অন্যতম টেইলর সুইফট মঙ্গলবার রাতে ডনাল্ড ট্রাম্প ও কমালা হ্যারিসের প্রেসিডেন্সিয়াল বিতর্ক শেষ হওয়ার অল্প সময় পর প্রেসিডেন্ট পদপ্রার্থী কমালার প্রতি তার সমর্থনের বিষয়টি জানান।
টেইলর একটি ইনস্টাগ্রাম পোস্টে বলেন, “আমার ধারণা তিনি একজন অবিচল, প্রতিভাবান নেতা এবং আমার বিশ্বাস, যদি গোলযোগ সৃষ্টির বদলে শান্তিপূর্ণ উপায়ে আমাদেরকে নেতৃত্ব দেওয়া হয়, তাহলে এই দেশে আমরা আরও অনেক কিছু অর্জন করতে পারব।” পোস্টের সঙ্গে তিনি ভোটার নিবন্ধন ওয়েবসাইটের লিংক যুক্ত করে দেন।
তরুণ নারীদের মধ্যে টেইলর সুইফটের অগণিত ভক্ত রয়েছে। নভেম্বরের নির্বাচনে এই জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সর্বশেষ ট্যুরে টিকিট বিক্রি থেকে ১০০ কোটি ডলার আয় করেছেন। আধ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামের পোস্টটিতে ২৩ লাখেরও বেশি লাইক পড়ে।
পোস্টে তিনি তার বেড়াল বেঞ্জামিন বাটনসহ নিজের একটি ছবি পোস্ট করেন। ছবির নিচে তিনি নিজেকে একজন “নি:সন্তান বেড়ালমানবী” বলে আখ্যায়িত করেন। এই মন্তব্যের মাধ্যমে তিনি ডনাল্ড ট্রাম্পের রানিং মেইট ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্সের একটি তিন বছর আগে করা মন্তব্যের প্রতি ইঙ্গিত করেন। ভ্যান্স আকার-ইঙ্গিতে দাবি করেছিলেন, নি:সন্তান নারীদের দেশের ভবিষ্যৎ নির্ধারণে সম-অধিকার নেই।
টেইলর জানান, যখন ট্রাম্প এআই দিয়ে তৈরি করা ছবি প্রকাশ করে দাবি করেন, তিনি (টেইলর) ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন, তখনই কমালাকে সমর্থন জানানোর প্রাথমিক সিদ্ধান্ত নেন। এ ধরনের একটি ছবিতে দেখা যায় টেইলর আঙ্কেল স্যামের সাজে সেজেছেন। ছবির সঙ্গে যুক্ত বার্তায় বলা হয়, “টেইলর চান আপনি ডনাল্ড ট্রাম্পকে ভোট দিন।”
টেইলর বলেন, ট্রাম্পের পোস্ট দেখে “আমি বুঝতে পারি, আগামী নির্বাচনে ভোটার হিসেবে আমার প্রকৃত পরিকল্পনা সম্পর্কে অত্যন্ত স্বচ্ছ থাকতে হবে।” তিনি আরও জানান, “আমি বিষয়টি যাচাই করে দেখেছি, এবং সিদ্ধান্ত নিয়েছি।”