ফিন্যানশিয়াল টাইমস: যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনার পরিকল্পনা করছে

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণের পর নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস স্বাক্ষর করছেন। ঢাকা, বাংলাদেশ,আগস্ট ৮,২০২৪।

ফিন্যানশিয়াল টাইমস মঙ্গলবার জানিয়েছে যুক্তরাষ্ট্র এই সপ্তাহে অন্তর্বর্তী সরকার এবং এই সরকারের নেতা মোহাম্মদ ইউনুসের সঙ্গে অর্থনীতি নিয়ে আলোচনা করতে যাচ্ছে।

গত মাসে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে প্রাণঘাতী প্রতিবাদের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎখাত হওয়ায় নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ইউনুস গত মাসে সরকারের নেতা হিসেবে শপথ গ্রহণ করেন। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে তিনি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে এই দায়িত্ব গ্রহণ করেন।

আন্তর্জাতিক অর্থ বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী ট্রেজারি সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান সংবাদপত্রটিকে বলেন, “ যুক্তরাষ্ট্র এ ব্যাপারে আশাবাদি যে প্রয়োজনীয় সংস্কারসমূহ বাস্তবায়িত করলে তা অর্থনৈতিক ঝুঁকির মোকাবিলা করতে পারবে এবং অব্যাহত প্রবৃদ্ধি ও বর্ধিত সমৃদ্ধির ভীত রচিত হবে”।

সংবাদ পত্রটি বলে অর্থ, পররাষ্ট্র ও বানিজ্য কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল বাংলাদেশের আর্থিক ও মুদ্রাবিষয়ক নীতি আর সেই সঙ্গে আর্থিক ব্যবস্থার অবস্থা নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

পত্রিকাটি আরও বলে যে রাজধানী ঢাকায় শনি ও রবিবার এই আলোচনা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় ও ইউনুসের দপ্তরের কর্মকর্তারা জানান তাঁরা এই সফর সম্পর্কে অবগত নন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় থেকে বাংলাদেশের ৪৫ হাজার কোটি ডলারের অর্থনীতি দ্রুতই ধীর হয়ে যায়, জ্বালানি তেল ও খাদ্য আমদানির মূল্য বৃদ্ধি পেয়েছে যার ফলে বাংলাদেশ গত বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শরণাপন্ন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পেতে ৪৭০ কোটি ডলার ঋণ চাইতে বাধ্য হয়।