ভিয়েতনামে সেতু ভেঙে পড়ার মুহূর্তটি

Your browser doesn’t support HTML5

এই ভিডিও ফুটেজে একটি গাড়ির ড্যাশক্যামে ভিয়েতনামে সেতু ভেঙে পড়ার মুহূর্তটি দেখা যাচ্ছে। সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪।

ঘূর্ণিঝড় ইয়াগির কারণে ভিয়েতনামে বন্যা ও ভূমিধসের ফলে কমপক্ষে ৫৯ জনের প্রাণহানি ঘটেছে।

খবরে বলা হয়েছে, দুটি মোটরবাইকসহ ১০টি গাড়ি ও ট্রাক নদীতে পড়ে যায়। নদী থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও এখনো ১৩ জন নিখোঁজ রয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভিএন এক্সপ্রেস জানিয়েছে, ঘূর্ণিঝড় থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫০ জন মারা গেছে। সেইসঙ্গে ভিয়েতনামের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি নদীর জলস্তর বিপজ্জনক রকম উঁচুতে বলেও জানা গেছে।