নিউইয়র্কের ইহুদি কেন্দ্র নিয়ে চক্রান্তের কারণে এক পাকিস্তানির ২০ বছরের কারাদন্ড

ওয়াশিংটনে বিচার বিভাগের দপ্তরে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সিলটি দেখা যাচ্ছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, নিউইয়র্কে ইসলামিক স্টেটের সমর্থনে নির্বিচারে গুলি চালানোর পরিকল্পনা করার অভিযোগে কানাডায় বসবাসকারী একজন পাকিস্তানি ব্যক্তিকে ২০ বছরের কারাদণ্ডের সম্মুখীন হতে হয়েছে।

কেন্দ্রীয় কর্তৃপক্ষ জানায়, ২০ বছর বয়সী মুহাম্মদ শাহজেব খানের বিরুদ্ধে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রথম বার্ষিকীতে ব্রুকলিনের একটি ইহুদি কেন্দ্রে হামলার পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। হামলাটির কারণে মধ্যপ্রাচ্যে বর্তমান সংঘাতের সূত্রপাত হয়।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ, বা আরসিএমপি, বুধবার খানকে মন্ট্রিয়েল শহরের দক্ষিণে কুইবেকের ওরমসটাউনে গ্রেপ্তার করে।

আরসিএমপি কমিশনার মাইকেল ডুহেম এক বিবৃতিতে বলেন, "যুক্তরাষ্ট্রে ইহুদি জনগণের বিরুদ্ধে এই পরিকল্পিত ইহুদি-বিরোধী হামলা নিন্দনীয় এবং কানাডায় এই ধরনের মতাদর্শগত ও ঘৃণা-প্রণোদিত অপরাধের কোনো স্থান নেই।"

যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানায়, খান নভেম্বর মাসে ইসলামিক স্টেট বা আইএস-এর অপপ্রচার এবং গোষ্ঠীটির পক্ষে সোশ্যাল মিডিয়া এবং একটি এনক্রিপ্টেড ম্যাসেজিং অ্যাপে সমর্থন দেখানো শুরু করেন।

খান দুইজন ছদ্মবেশী অফিসারের সাথে “ইসরায়েলি ইহুদি চাবাদ” বা যুক্তরাষ্ট্রের কমিউনিটি সেন্টারে হামলা চালানোর জন্য আইএস-এর একটি “প্রকৃত অফলাইন সেল” শুরু করার চিন্তা নিয়ে আলোচনা করেন।

বিচার বিভাগ বলে, তিনি হামলার জন্য এআর-স্টাইলের রাইফেল, গোলাবারুদ, শিকারের ছুরি এবং অন্যান্য উপকরণের প্রয়োজনের কথা উল্লেখ করেন।

তিনি কানাডা থেকে সীমান্ত অতিক্রম করার পরিকল্পনা করেন এবং ৭ অক্টোবর হামলার বার্ষিকীতে বা ১১ অক্টোবর ইহুদিদের ছুটির দিন, ইয়াম কিপুরে আক্রমণের সময় নির্ধারণের কথা বিবেচনা করেন।

বিচার বিভাগ বলে, ২০ আগস্ট খান ছদ্মবেশী অফিসারদের একটি ইহুদি কেন্দ্রের নির্দিষ্ট একটি স্থানের একটি ছবি প্রদান করেন যেখানে তিনি হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন।

কৌঁসুলিরা বলেন, খান নিউইয়র্ক সিটিকে টার্গেট করেন কারণ তিনি বলেন এখানে "আমেরিকার বৃহত্তম ইহুদি জনসংখ্যা রয়েছে"।

তার অনলাইন বার্তাগুলিতে তিনি ব্রুকলিন সাইটটিকে "অতি-গোঁড়া হাসিডিক ইহুদিদের বিশ্ব সদর দপ্তর" হিসাবে বর্ণনা করেন।

ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় অবস্থিত একটি বিশিষ্ট হাসিদিক ইহুদি আন্দোলন, চাবাদ-লুবাভিচের একজন প্রতিনিধি শুক্রবারের প্রতিবেদন সম্পর্কে কোনও মন্তব্য করেননি।

কর্তৃপক্ষ জানায়, খান ৮ সেপ্টেম্বর সকালে টরোন্টো এলাকা থেকে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করেন। তিনি অন্যান্য যাত্রীদের সাথে একটি গাড়িতে ভ্রমণ করেন, যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে প্রায় ১২ মাইল দূরে ওরমসটাউনের কাছে তাকে থামিয়ে দেওয়ার আগে নাপানি এবং মন্ট্রিয়েলের কাছাকাছি বাহন পরিবর্তন করেন।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড সন্ত্রাসী গোষ্ঠীটির আরেকটি সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে বলেন, খান “আইএসআইএসের নামে যতটা সম্ভব ইহুদি লোককে হত্যার লক্ষ্য নিয়ে কানাডা থেকে নিউ ইয়র্ক সিটিতে ভ্রমণ করার পরিকল্পনা করেন।”

শাহজেব জাদুন নামেও পরিচিত খান, ৪ সেপ্টেম্বর গ্রেপ্তার হন এবং ইসলামিক স্টেটকে বস্তুগত সহায়তা দেওয়ার চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত হন।

গারল্যান্ড একটি বিবৃতিতে বলেন, “এই দেশের সমস্ত সম্প্রদায়ের মতো ইহুদি সম্প্রদায়গুলির একটি ঘৃণা-প্রণোদিত সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু হওয়ার আতংকে থাকা উচিত নয়।”

তবে খানের আইনি প্রতিনিধিত্ব আছে কিনা বা কানাডায় তাকে কোথায় রাখা হয়েছে তা স্পষ্ট নয়। কানাডার কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে ১৩ সেপ্টেম্বর মন্ট্রিয়েলের উচ্চ আদালত হাজির করা হবে।