প্রেসিডেন্ট নির্বাচন সুষ্ঠু হবে বলে ভোটারদের আশ্বস্ত করতে চায় যুক্তরাষ্ট্র

নিক জাহারিয়াস নিউ হ্যাম্পশায়ারের ডেরিতে নিউ হ্যাম্পশায়ার প্রাইমারির আগে একটি পরীক্ষামূলক ব্যালট মেশিনে লোড করছেন। ১৬ জানুয়ারি, ২০২৪। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের শীর্ষ নির্বাচনী নিরাপত্তা কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের ভোটারদের শোরগোল বন্ধ করতে এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হবে এমন ধরনের ভিত্তিহীন দাবি প্রত্যাখ্যান করতে বলছেন।

নভেম্বরের নির্বাচনের আগে পরিকল্পিত ধারাবাহিক নির্বাচনী নিরাপত্তা ব্রিফিং-এর প্রথমটিতে তারা বলেছে, যুক্তরাষ্ট্রের ভোটারদের আস্থা রাখা উচিত যে, তারা যখন নির্বাচনে যাবেন তখন তাদের ভোট সঠিকভাবে গণনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সাইবার সিকিউরিটি এন্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির (সিয়াইএসএ) পরিচালক জেন ইস্টারলি বলেন, আগামী কয়েক মাস জুড়ে আপনি বিভিন্ন উৎস থেকে বিভিন্ন বিষয় শুনতে পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কল্পনা থেকে বাস্তবকে আলাদা করা।

রাশিয়া, ইরান ও চীনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীরা নভেম্বরের নির্বাচনে হস্তক্ষেপ করতে চাইছে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সম্প্রদায় নিজস্ব সতর্কতা জারি করার এক মাসের বেশি সময় পরে ভোটারদের আশ্বস্ত করার জন্য ইস্টারলি একথা বলেন।

যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষরা নির্বাচন পরিচালনা এবং ভোট গণনার জন্য ব্যবহৃত সিস্টেমগুলোকে আক্রমণ বা হ্যাক করার প্রচেষ্টা এখন পর্যন্ত হয়নি।

তারা আরও জোর দেয় যে, ভোট রেকর্ড করে এমন কোনো সিস্টেমই ইন্টারনেটের সাথে সংযুক্ত নয় এবং যুক্তরাষ্ট্রের ভোটারদের ৯৭ শতাংশ এমন বিচারব্যবস্থায় ভোট দেবে যেখানে কাগজের ব্যালটগুলো ব্যাকাপ হিসেবে রয়েছে।

তবে এর কোনোটিই রাশিয়া, ইরান ও চীনের মতো দেশগুলোকে ভোটারদের এটি বোঝানোর চেষ্টা থেকে বিরত রাখতে পারবে না যে, পরিস্থিতির অবনতি হচ্ছে।