ট্রাম্পের হত্যাপ্রচেষ্টাকারী সাবেক প্রেসিডেন্টকে সম্ভবত ‘সুযোগের লক্ষ্যবস্তু’ হিসেবে দেখেছিল

২০২৪ সালের ২৮ আগস্ট প্রকাশিত এফবিআইয়ের এই ছবিতে ১৩ জুলাই পেনসিলভানিয়াতে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী টমাস ক্রুকসের রাইফেলটি দেখা যাচ্ছে।

২০ বছর বয়সী বন্দুকধারী যিনি গত জুলাইয়ে সাবেক প্রেসিডেন্ট ডুনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেন, তিনি যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট এবং বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীকে ‘সুযোগের লক্ষ্যবস্তু’ হিসেবে দেখেছেন বলে মনে করা হচ্ছে।

এফবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বুধবার থমাস ম্যাথিউ ক্রুকসের হালনাগাদ মূল্যায়ন শেয়ার করে বলেন, প্রায় এক হাজার সাক্ষাৎকার এবং তার ইন্টারনেট সার্চ কার্যক্রম ও সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টের ব্যাপক বিশ্লেষণের ভিত্তিতে এই ফলাফল পাওয়া গেছে।

এফবিআই-এর স্পেশাল এজেন্ট-ইন-চার্জ কেভিন রোজিক এক ফোন ব্রিফিং-এ সাংবাদিকদের বলেন, “আমরা তার সব বিশ্লেষণ, বিশেষ করে তার অনলাইন সার্চ বিশ্লেষণের মাধ্যমে দেখেছি, সে কোনো অনুষ্ঠানে হামলার অব্যাহত ও বিস্তারিত পরিকল্পনা প্রচেষ্টা চালিয়েছে।”

কী কারুণে ক্রুকস হামলা চালাতে উদ্বুদ্ধ হয়েছিল, সে বিষয়ে কর্মকর্তারা বলেছেন, এটি একটি রহস্য রয়ে গেছে।

এফবিআইয়ের জাতীয় নিরাপত্তা শাখার নির্বাহী সহকারী পরিচালক রবার্ট ওয়েলস বলেন, “এখন পর্যন্ত এফবিআই হত্যার উদ্দেশ্য সনাক্ত করতে পারেনি।”

ওয়েলস আরও বলেন, এফবিআইয়ের তদন্তে এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি যা থেকে ধারণা করা যায় যে, বন্দুকধারী তার পরিকল্পনার কথা কাউকে জানিয়েছিল বা কোনো ব্যক্তি বা বিদেশি সরকারের কাছ থেকে কোনো সহায়তা পেয়েছিল।

এফবিআই কর্মকর্তারা সম্ভাব্য দ্বিতীয় শ্যুটার সম্পর্কে সামাজিক যোগাযোগ্মাধ্যমে প্রচারিত ষড়যন্ত্র তত্ত্বগুলো প্রত্যাখ্যান করেছেন।

তারা জানায়, বন্দুকধারীর বন্দুক এআর-স্টাইল রাইফেলের ফরেনসিক পরীক্ষায় সন্দেহাতীতভাবে ওই ভবনের ছাদে পাওয়া আটটি শেলের খোসার সাথে অস্ত্রটির যোগসূত্র রয়েছে।

এফবিআই কর্মকর্তারা বুধবার ক্রুকসের মানসিকতা এবং পরিকল্পনার আরও বিশদ বিবরণ উপস্থাপন করে বলেন, বন্দুকধারী ট্রাম্পের প্রচারের সময়সূচী দেখার জন্য একটি অনলাইন অ্যাকাউন্ট ব্যবহার করে ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে হামলা বা গুলি চালানোর প্রস্তুতি শুরু করেছিল বলে মনে হচ্ছে।