এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান তিনদিনের চীন সফরের শেষ দিনে বৃহস্পতিবার বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।সালিভান শি'কে বলেন, প্রেসিডেন্ট বাইডেন সংঘাত এড়াতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী সপ্তাহগুলোতে তার সঙ্গে আলোচনার প্রত্যাশা রাখেন।

ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এবং তার ডেমোক্র্যাট রানিং মেট মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ব্যাটলগ্রাউন্ড রাজ্য জর্জিয়ায় প্রচারণা চালান। বুধবার নতুন এক জরিপে দেখা গেছে জর্জিয়ায়হ্যারিস ট্রাম্পের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে আছেন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন স্পেস এক্স-এর ফ্যালকন নাইন রকেট উড্ডয়ন স্থগিত করেছে। বুধবার অবতরণের সময় তাদের রকেটের বুস্টারে আগুন ধরে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। নাসার তত্ত্বাবধানে ফ্যালকন নাইন পরিচালিত হয়ে থাকে তবে সর্বশেষ এই স্থগিতাদেশ তাদের উপর কী প্রভাব ফেলবে তা স্পষ্ট নয়।