যুক্তরাষ্ট্রের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ মঙ্গলবার ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের রায় উল্টে দেওয়ার চেষ্টার বিষয়ে নতুনকরে একটিঅভিযোগ দায়ের করেছেন। এর আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি মামলা থেকে ব্যাপক দায়মুক্তি পেতে পারেন । সংশোধিতঅভিযোগপত্রে তৎকালীন প্রেসিডেন্ট হিসেবে নয় বরং পুনর্নির্বাচনের প্রার্থী হিসেবে ট্রাম্পের ভূমিকার ওপর আলোকপাত করা হয়েছে।
আটলান্টা বিমানবন্দরের কাছে ডেল্টা এয়ারলাইন্সের একটি রক্ষণাবেক্ষণ কেন্দ্রে মঙ্গলবার এক বিস্ফোরণে দুই কর্মী নিহত ও অপর একজন গুরুতরভাবে আহতহয়েছেন। ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, কর্মীরা বিমান থেকে দূরে একটি টায়ার নিয়ে যখন কাজ করছিলেন তখন একটি চাকা ফেটে দূর্ঘটনা ঘটে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, বুধবার যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চল এবং ওয়াশিংটন অঞ্চলসহ মধ্য-আটলান্টিকের উপর দিয়ে বিপজ্জনক তাপপ্রবাহ ওআর্দ্রতা অব্যাহত থাকবে। মঙ্গলবার বিকেলে শিকাগোতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যা ১৯৭৩ সালের রেকর্ড ভঙ্গ করেছে।