স্বাগতিক নেপালকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।
নেপালের কাঠমান্ডুর ললিতপুরের আনফা কমপ্লেক্সে বুধবার (২৮ অগাস্ট) স্বাগতিকদের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে বাংলাদেশ দল।
চার গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন মিরাজুল ইসলাম।
আনফা কমপ্লেক্সের গ্যালারি ছিল ভর্তি। নিজেদের মাঠে সমর্থকদের সরব উপস্থিতিতে উজ্জীবিত হয়েই বাংলাদেশের বিপক্ষে ফাইনালে নেমেছিল নেপাল। খেলায় বল দখল ও আক্রমণে আগাগোড়াই ছিল নেপালের আধিপত্য।
প্রথমার্ধের যোগ করা সময়ে মিরাজুলের দুর্দান্ত এক ফ্রি কিকের গোলে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এই গোলে উজ্জীবিত হয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই নেপাল দলের আক্রমণাত্মক ফুটবলের সুযোগ নিয়ে দারুণ এক থ্রু থেকে প্রতি আক্রমণে উঠে ডান প্রান্ত থেকে আসাদুল রাকিবের ক্রস থেকে গোল করেন মিরাজুল।
৭০ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। মিরাজুল ডান প্রান্ত থেকে কাট ব্যাক করলে বক্সের ঠিক মাথায় বল ধরে ঠান্ডা মাথায় গোল করেন রাব্বি হোসেন রাহুল। অতিরিক্ত সময়ে পিয়াস আহমেদ নোভার গোল জয় নিশ্চিত করে বাংলাদেশের।
খেলার ৮০ মিনিটে নেপাল একটি গোল করে।
এর আগে গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে শুরুর পর নেপালের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে গ্রুপ রানার্স-আপ হয়েছিল বাংলাদেশ। ফাইনালে সেই নেপালকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ।
সাফের বয়সভিত্তিক অন্য সব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেও অনূর্ধ্ব-২০ এর ট্রফিটি এতদিন অধরা ছিল বাংলাদেশের। শেষ পর্যন্ত এই শিরোপাটি ছুঁয়ে সাফ অঞ্চলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল বাংলাদেশের যুবারা।