হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান মঙ্গলবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে সাক্ষাৎ করেন। তিন দিনের ঐ সফরে সালিভান চীনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তবে বড় কোন ঘোষণা করা হবে না বলেই মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা গোপন নথির মামলা পুনরায় শুরু করার জন্য ফেডারেল আপিল আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন। ইউএস ডিষ্ট্রিক্ট কোর্টের বিচারক আইলিন ক্যানন জুলাই মাসে অভিযোগ খারিজ করে দিয়ে রায় দিয়েছিলেন যে বিশেষ পরামর্শদাতা হিসাবে স্মিথের নিয়োগ অসাংবিধানিক ছিল।
ওয়াশিংটন রাজ্যের সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার আপাতদৃষ্টে সাইবার হামলার পর সোমবার তৃতীয় দিনের মতো বিমান চলাচলে বিলম্ব ও বিভ্রাট অব্যাহত ছিল। অনেক যাত্রীকে নিরাপত্তা লাইনে, সুটকেস সংগ্রহ এবং চেকিংয়ের সময় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়।