হুথি হামলা: তেলবাহী ট্যাংকারে আক্রমণের পর ‘পরিবেশগত বিপর্যয়’ নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা

লোহিত সাগরে হুথিদের হামলার পর তেলবাহী ট্যাংকার এমটি ডেল্টা সোইউনিয়নে আগুন ধরে যায়। ফটোঃ ২৫ অগাস্ট, ২০২৪।

গত সপ্তাহে একটি তেল ট্যাংকারে ইয়েমেন-ভিত্তিক হুথি বিদ্রোহীদের হামলার পর লোহিত সাগরে সম্ভাব্য পরিবেশগত বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড রবিবার রাতে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে "অবশ্যই" এমটি ডেল্টা সোইউনিয়নে হুথিদের হামলার "নিন্দা" জানাতে হবে।

থমাস-গ্রিনফিল্ড সামাজিক মাধ্যম এক্স-এ বলেন, “হুথিদের নির্লজ্জ কর্মকাণ্ড এই অঞ্চলের জন্য ধ্বংসাত্মক পরিণতিসহ পরিবেশগত বিপর্যয়ের হুমকি সৃষ্টি করেছে।”

তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত, লোহিত সাগরে জাহাজে হামলা অবিলম্বে বন্ধ করতে হুথিদের প্রতি আহ্বান জানিয়ে জানুয়ারির একটি প্রস্তাব অবিলম্বে মেনে চলার দাবি জানানো।

ইরান সমর্থিত হুথিরা বৃহস্পতিবার বলে, তারা গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে এই অঞ্চলে বাণিজ্যিক শিপিং-এর বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে গ্রিক পতাকাবাহী ট্যাংকারটিকে লক্ষ্যবস্তু করেছিল।

আঞ্চলিক পরিবেশ হুমকির মুখে

হামলার পর উদ্ধারকারীরা ট্যাংকারের ক্রুদের সরিয়ে নেয়ার পর জাহাজটিতে আগুন ধরে যায়।

ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগরের নৌ মিশন অ্যাসপিডেস জানায়, ট্যাংকারটিতে দেড় লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল ছিল।

শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, হুথিরা “স্পষ্ট করে দিয়েছে যে তারা মাছ ধরার শিল্প এবং আঞ্চলিক পরিবেশ, যার ওপর ইয়েমেনি এবং এই অঞ্চলের অন্যান্য সম্প্রদায়গুলো তাদের জীবিকার জন্য নির্ভরশীল, ধ্বংস করতে ইচ্ছুক, ঠিক যেমন তারা তাদের বেপরোয়া আক্রমণের মাধ্যমে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা সরবরাহ হ্রাস করেছে।”

হুথি অভিযানের কারণে লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হয়েছে, যার ফলে অনেক শিপিং কোম্পানি দীর্ঘ ও ব্যয়বহুল রুট দিয়ে জাহাজ পরিচালনা করছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।