হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান বলেছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সাম্প্রতিক আক্রমণ এবং পাল্টা আক্রমণের পর মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান আঞ্চলিক সংঘাত রোধে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কাজ করছে। সালিভান রবিবার কানাডা সফর করেন।
ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় নামার এক মাসেরও কম সময়ের মধ্যে ৫৪০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছেন। গত ২১ জুলাই প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর পর কমালা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হন।
হাভাসুপাই কমিউনিটি এলাকায় আকস্মিক বন্যার কারণে সপ্তাহান্তে অ্যারিজোনা ন্যাশনাল গার্ড পর্যটক ও স্থানীয় উপজাতি সদস্যদের একটি গিরিখাত থেকে অন্যত্র সরিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার বন্যায় ভেসে যাওয়া এক হাইকারের মৃতদেহ রোববার পাওয়া যায়।