ফখরুল: প্রধান উপদেষ্টার ভাষণে গণতন্ত্রে উত্তরণের রোডম্যাপ নেই

এক আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৬ আগস্ট, ২০২৪।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে গণতন্ত্রে উত্তরণের রোডম্যাপ না থাকায় হতাশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৬ আগস্ট) এক আলোচনায় তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার শিগগিরই জাতীয় নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে।

তিনি বলেন, "বিষয়গুলো এখনও অস্পষ্ট থাকায় আমরা বিভ্রান্তির মধ্যে রয়েছি। আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা একটি রোডম্যাপ তুলে ধরবেন। কিন্তু তার বক্তব্যে গণতন্ত্রে যাওয়ার সেই রোডম্যাপ আমরা পাইনি।"

তিনি বলেন, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে কিছু সংস্কারের ইঙ্গিত দিয়েছেন, কিন্তু স্বল্প সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা সম্ভব নয়।

তবে মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের স্বার্থে পরিস্থিতি ইতিবাচক দিকে এগোচ্ছে বলে তারা মনে করেন।

ফখরুল বলেন, ড. ইউনূস সঠিকই বলেছেন, নির্বাচনের সময় রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। "এটা অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারিত হবে। তবে এই সিদ্ধান্ত নিতে হলে সরকারকে রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের সঙ্গে আলোচনায় বসতে হবে।"

প্রধান উপদেষ্টা শিগগিরই এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে রবিবার সন্ধ্যায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া তাঁর প্রথম ভাষণে বলেন, দেশে নির্বাচন কবে হবে “সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত”, তাঁর সরকারের নয়। তিনি বলেন সরকার নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার করে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবে।

“দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি। তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা,” ড. ইউনূস তাঁর ভাষণে বলেন। “দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাবো যাতে হঠাৎ করে আমরা কখন যাব এই প্রশ্ন উত্থাপিত না হয়। তারা যখন বলবে আমরা চলে যাবো।”

বাংলাদেশে জুলাই মাসে শুরু হওয়া গণঅভ্যুত্থানের মুখে ৫ অগাস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার তিনদিন পর, শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত ড. ইউনূসকে রাষ্ট্রপতি মোহাম্মাদ শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করেন।

ড. ইউনূস তাঁর ভাষণে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র দুই সপ্তাহ শেষ হয়েছে বলে মন্তব্য করে বলেন যে, তিনি বুঝতে পারছেন তাদের কাছ থেকে জনগণের প্রচুর প্রত্যাশা রয়েছে।

“আমাদের কাছে আপনাদের প্রত্যাশা অনেক। এ প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর। শুধু বলবো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে,” তিনি বলেন।