এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশনের শেষ দিনে ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে তার দলের মনোনয়ন গ্রহণ করেছেন। হ্যারিস তার ভাষণে আমেরিকানদের তার সাথে যোগ দিয়ে “সামনে এগিয়ে যাওয়ার নতুন পথ নির্ধারণের” আহ্বান জানান। হ্যারিস কিছু বিস্তৃত নীতিমালার উল্লেখ করেন এবং গাজায় যুদ্ধ সমাপ্তির আহ্বান জানান।

রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অ্যারিজোনায় যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পরিদর্শন করেন। সেখানে তিনি অভিবাসন সম্পর্কিত কমালা হ্যারিসের কার্যাবলীর সমালোচনা করেছেন। ফাইভথার্টিএইটের এক জরিপে দেখা গেছে, দেশব্যাপী কমালা হ্যারিস এগিয়ে আছেন। হ্যারিস ৪৬ দশমিক ৬ শতাংশ এবং ট্রাম্প ৪৩ দশমিক ৮ শতাংশ সর্মথন পেয়েছেন

ক্যালিফোর্নিয়ার মন্টারের সান কার্লোস বীচে শত শত ক্যালিফোর্নিয়া সি লায়ন উঠে আসে। স্থানীয় বাসিন্দারা বলছেন, তারা সৈকতে এক সঙ্গে সি-লায়নের এত বড় দল আগে কখনো দেখেননি।