ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
তবে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ডিএমপি।
এর আগে জিয়া পরিবারকে নিয়ে কটূক্তি করার অভিযোগে মেননের বিরুদ্ধে আদালতে মামলা হয়।
বৃহস্পতিবার (২২ অগাস্ট) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সাইফুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন আইনজীবী জিয়াউর হক।
আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।