কমালা হ্যারিসের প্রতি ওবামা দম্পতির অকুণ্ঠ সমর্থন ঘোষণা

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ইলিনয়, শিকাগোতে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনের দ্বিতীয় দিনে অংশ নিচ্ছেন (২০ আগস্ট, ২০২৪)

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা মঙ্গলবার জাতির উদ্দেশে এক গুরুত্বপূর্ণ বার্তায় কমালা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। সঙ্গে তারা আসন্ন, কঠিন লড়াইর বিষয়েও সতর্কতা দেন। ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে এই বক্তব্য দেন তারা, যে সম্মেলন একইসঙ্গে আশা ও উদ্বেগে পূর্ণ ছিল।

সাবেক ফার্স্ট লেডি ঘোষণা দেন, “আমেরিকা, আশা ফিরে আসছে।” তারপর তিনি ডনাল্ড ট্রাম্পের সমালোচনায় মুখর হন, যা ছিল ২০১৬ সালের কনভেনশনে তার দেওয়া বক্তব্য থেকে অনেকটা ভিন্ন। সেবার তিনি দলকে বলেছিলেন, “যখন তারা নিচে নামে, আমরা তখন উঁচু হই।”

ট্রাম্প প্রসঙ্গে মিশেল ওবামা বলেন, “বিশ্ব নিয়ে তার সীমিত ও সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গির কারণে দুইজন কঠোর পরিশ্রমী, উচ্চ শিক্ষিত ও সফল মানুষের অস্তিত্ব তাকে হুমকিতে ফেলেছে, যারা ঘটনাচক্রে কৃষ্ণাঙ্গ।”

তার জীবনসঙ্গী ও দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট (একইসঙ্গে যিনি দ্বিতীয় কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টকে নির্বাচিত করার জন্য কাজ করছেন) বারাক ওবামা ট্রাম্পকে “একজন ৭৮ বছর বয়সী কোটিপতি, যিনি ৯ বছর আগে তার সোনালী এসকেলেটর বেয়ে নামার পর থেকে নিজের ব্যক্তিগত সমস্যাগুলো নিয়ে অভিযোগ করেই যাচ্ছেন” বলে অভিহিত করেন।

তিনি অভিযোগ করেন, “তিনি অঝোর ধারায় অভিযোগ ও অনুযোগ জানিয়ে যাচ্ছেন। এখন তার মনে কমালার কাছে হেরে যাওয়ার ভয় ঢুকেছে, যার ফলে বিষয়টি আরও খারাপ দিকে মোড় নিয়েছে।”

এমন সময় ডেমোক্রেটিক পার্টির এই দুই তারকার বলিষ্ঠ বার্তা পরিস্থিতির গুরুত্ব বুঝিয়েছে, যখন কমালা আগামী নভেম্বরে ট্রাম্পকে পরাজিত করার জন্য একটি বড় আকারের জোট গঠন করার কাজটি নিষ্ঠার সঙ্গে করে চলেছেন। তিনি ওবামা দম্পতি ও অন্যান্য তারকা, কট্টর বামপন্থি থেকে শুরু করে মধ্যপন্থি, এমন কি কয়েকজন রিপাবলিকানকেও তার প্রচারণায় সমর্থন জোগাতে দলে টেনেছেন।

এ রাতের আয়োজনের মূল সুর ছিল “আমেরিকার ভবিষ্যতের জন্য একটি বলিষ্ঠ দৃষ্টিভঙ্গি”, কিন্তু কমালার এই ক্রমবিবর্তনশীল জোটের মূলে ছিল একটি বিষয়, যা হল, সবাই সমন্বিত হয়ে দ্বিতীয়বারের মতো ট্রাম্পের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়া ঠেকানোর তীব্র ইচ্ছা।