নারীদের টি২০ ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেয়া হচ্ছে

ICC T20 WC

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মঙ্গলবার (২০ অগাস্ট) জানিয়েছে, ২০২৪ সালের নারীদের টি২০ বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া হবে।

অক্টোবর মাসের ২ থেকে ২০ তারিখ নারীদের টি২০ বিশ্বকাপের নবম অধ্যায় এখন দুবাই এবং শারজাহ-তে অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্টের ‘স্বাগতিক সংস্থা’ হিসেবে রয়ে যাবে বলে আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে।

আইসিসির প্রধান নির্বাহী জেফ অ্যালারডাইস বলেন যে, বাংলাদেশে টুর্নামেন্টটি করা যাচ্ছে না বলে তারা দুঃখিত। “ আমরা জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্মরণীয় এক টুর্নামেন্ট আয়োজন করতো,” তিনি বলেন।

অ্যালারডাইস জানিয়েছেন, অংশগ্রহণকারী বেশ কয়েকটি দেশের সরকার বাংলাদেশে যাওয়ার ব্যাপারে সতর্কতা জারী করার ফলে টুর্নামেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত করা সম্ভব ছিল না।

গত ৫ অগাস্ট এক গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে যাবার পর থেকে দেশে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

অ্যালারডাইস বিসিবিকে টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা করার জন্য ধন্যবাদ জানান। “আমরা অদূর ভবিষ্যতে আইসিসির একটি ইভেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত করবো বলে আশা করছি,” তিনি বলেন।

সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক বছরগুলোতে ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ ভেনু হয়ে উঠেছে। আইসিসির বিবৃতিতে বলা হয়, দুবাই এবং শারজাহ’র “বিশ্ব মানের” অবকাঠামো নারীদের টি২০ বিশ্বকাপ অনুষ্ঠানের জন্য উপযুক্ত।