ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে আজ ওবামা এবং এমহফ বক্তব্য রাখছেন

২০২৪ সালের ১৯ আগস্ট শিকাগোতে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট বাইডেন।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সেকেন্ড জেন্টলম্যান ডগ এমহফ মঙ্গলবার ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখার কথা আছে। এর মাধ্যমে ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের দিকে দলের দৃষ্টি আকর্ষণ করা হবে।

কনভেনশনের উদ্বোধনী রাতটি ক্ষমতাসীন প্রেসিডেন্টকে একটি সুন্দর প্রস্থান দেয়ার জন্য ডিজাইন করা হয়েছিল। হ্যারিসকে জায়গা করে দিতে বাইডেনের সরে দাঁড়ানোর জন্য বাইডেনকে বীরের অভ্যর্থনা জানানো হয়।

স্পষ্ট ও উদ্যমী বক্তব্যে বাইডেনকে তার রেকর্ড রক্ষার, ভাইস প্রেসিডেন্টের পক্ষে কথা বলার এবং ট্রাম্পকে আক্রমণ করার সুযোগ উপভোগ করতে দেখা গেছে। তার বক্তব্য বিড়বিড় করা অসংলগ্ন এক সময়ের প্রার্থীর চেয়ে ২০২০ সালে জয়ী বাইডেনের কথা বেশি মনে করিয়ে দেয়। জুনে ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কের পারফরম্যান্স তার পুনর্নির্বাচনের প্রচারের পতনকে উস্কে দিয়েছিল।

বাইডেন তার মন্তব্যে তার ২০২০ সালের থিমের পুনরাবৃত্তি করেন- “আমরা আমেরিকার আত্মার জন্য যুদ্ধে রয়েছি।” হ্যারিস এবং তার রানিং মেট টিম ওয়ালজ কেন এটি চালানোর জন্য সবচেয়ে বেশি প্রস্তুত সে ব্যাপারে তিনি আলোকপাত করেন।

বাইডেনকে তার নেতৃত্বের জন্য ধন্যবাদ জানাতে সোমবার কনভেনশনে সংক্ষিপ্ত, অঘোষিত বক্তব্য রাখেন হ্যারিস। পরে হ্যারিস বাইডেনের সাথে মঞ্চে যোগ দেন। সেখানে দুজন কথা বলেন এবং আলিঙ্গন করেন।

হ্যারিস মঙ্গলবার সুইং স্টেট উইসকনসিনে একটি সমাবেশের জন্য মিলওয়াকি সফর এবং সন্ধ্যায় শিকাগোতে ফিরে আসার কথা।

মঙ্গলবার হ্যারিসের প্রচারণা শিবির জানায়, কনভেনশনের বাকি তিন দিন তারা গুরুত্বপূর্ণ ব্যাটেলগ্রাউন্ড রাজ্যগুলোর ‘বিশ্বস্ত বার্তাবাহকদের’ ওপর আলোকপাত করবে। তাদের মধ্যে আছেন নেভাদার সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্তো; মিশিগানের গ্রেচেন হুইটমার, সিনেটর গ্যারি পিটার্স এবং প্রতিনিধি এলিসা স্লটকিন; পেনসিলভানিয়ার সিনেটর বব কেইসি এবং উইসকনসিনের সিনেটর ট্যামি বল্ডউইন। অ্যারিজোনা থেকে সিনেটর মার্ক কেলি এবং মেসার রিপাবলিকান মেয়র জন জাইলস বক্তব্য রাখবেন।