বাংলাদেশে হাই কোর্ট সোমবার দেশের শীর্ষ স্থানীয় টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। উচ্চ আদালতের এই নির্দেশ আসে সময় টিভি লিমিটেডের নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষের আইনগত লড়াই-এর সর্বশেষ ঘটনা হিসেবে।
সময় টিভির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমানের একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এই নির্দেশ দেন।
স্থানীয় গণ মাধ্যমের তথ্য অনুযায়ী,সময় টিভির মাধ্যমে “নিরপেক্ষ এবং সুষ্ঠু” ভাবে সংবাদ পরিবেশনে “নিষ্ক্রিয়তা” চ্যালেঞ্জ করে এই রিট করেন শম্পা রহমান।
সম্প্রচার বন্ধ রাখার জন্য আদালত বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডকে নির্দেশ দেয়, যার ফলে দেশব্যাপী কেবল নেটওয়ার্ক-এ সময় টিভি প্রচার হবে না। তবে ইউটিউব-এ সময় টিভির লাইভ ডিজিটাল কার্যক্রম অব্যাহত রয়েছে।
আহমেদ জোবায়েরের অপসারণ
গণঅভ্যুত্থানের মুখে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ অগাস্ট পদত্যাগ করে ভারতে চলে যাবার পর সময় টিভির উপর আন্দোলনে নেতৃত্ব-দানকারী ছাত্রদের কাছ থেকে চাপ আসে ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের অপসারণের জন্য।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ১০ অগাস্ট সময় টিভি লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে জোবায়েরকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী অফিসার (সিইও) পদ থেকে অপসারণ করে শম্পা রহমানকে এমডি নিয়োগ করা হয়।
জোবায়ের ১৪ অগাস্ট আদালতে তার অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন। তিনি ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন, তাঁর মামলা ২২ অগাস্ট আদালতের সামনে আসবে। তিনি আরও জানান, তাঁর আইনজীবীরা হাই কোর্টের নির্দেশ নিয়ে উচ্চতর আদালতে যাবেন।
“রিট আবেদনকারীকে সময় টিভির মাধ্যমে নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সংবাদ পরিবেশন ও সম্প্রচারের অনুমতি দিতে কেন নির্দেশ দেয়া হবে না“ জানতে চেয়ে বিচারপতি হায়দার এবং সরকার তাদের রুল জারী করেন।
আদালত বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পক্ষে চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার সচিব, বিটিআরসির চেয়ারম্যান, এবং আহমেদ জোবায়েরকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে।