অন্তর্বর্তী সরকার নতুন উপদেষ্টা পাচ্ছে, শুক্রবার শপথ

৮ অগাস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নতুন মুখ নিয়ে সম্প্রসারিত হচ্ছে।

শুক্রবার (১৬ অগাস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টারা শপথ নেবেন।

বৃহস্পতিবার (১৫ অগাস্ট) বঙ্গভবনের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, শুক্রবার ৪ জন নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেবেন। এর মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টার মর্যাদায়) আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করা হচ্ছে। এ ছাড়া, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দিচ্ছেন। আরেকজনের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ছাত্রদের আন্দোলনে ৫ অগাস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর ৮ অগাস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।