সব থানার কার্যক্রম শুরু বাংলাদেশে

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

বাংলাদেশের ৬৩৯টি থানার সবগুলোতেই বৃহস্পতিবার (১৫ অগাস্ট) থেকে পুলিশি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের পাঠানো এক বার্তায় জানানো হয়, সব থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

ওই বার্তায় আরও জানানো হয়, মেট্রোপলিটন শহরগুলোর ১১০টি থানার সবকটি সচল রয়েছে এবং জেলার ৫২৯টি থানাও সচল রয়েছে।

এ ছাড়া, রেলওয়ে পুলিশের (জিআরপি) ২৪টি থানা পুনরায় কার্যক্রম শুরু করেছে।

৫ অগাস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর দেশব্যাপী বিভিন্ন থানায় হামলার পর অধিকাংশ থানায় কার্যক্রম বন্ধ হয়ে যায়।

অন্তবর্তী সরকার শপথ নেওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন পুলিশ সদস্যদের দ্রুত কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দেন।