মিরপুরে শিক্ষার্থীদের হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানী ঢাকার কাফরুলের ঢাকা মডেল ডিগ্রি কলেজের ছাত্র ফয়জুল ইসলাম রাজন (১৮) হত্যাকাণ্ডে ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (১৪ অগাস্ট) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি করেন তাঁর ভাই রাজীব আহমেদ।

সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির অভিযোগ গ্রহণ করে কাফরুল থানা পুলিশকে এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

মামলার অন্য অভিযুক্তদের মধ্যে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ আওয়ামী লীগ ও যুব সংগঠনের শীর্ষ নেতারা রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিচ্ছিলেন দ্বাদশ শ্রেণির ছাত্র রাজন। ১৪ জুলাই শেখ হাসিনার বক্তব্যের পর উত্তেজনা বাড়ে। পরদিন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ আন্দোলনকারীদের বিরুদ্ধে 'ব্যবস্থা নেবে' বলে মন্তব্য করে পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলেন ওবায়দুল কাদের।

বাদী দাবি করেন, আসাদুজ্জামান খান কামাল ও আনিসুল হক প্রমুখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি করার নির্দেশ দেওয়াসহ আন্দোলন সহিংসভাবে দমনের ষড়যন্ত্র করেন।

১৯ জুলাই আন্দোলন দমনের সময় মিরপুর-১০ নম্বর মোড়ের কাছে রাজন বুকে গুলিবিদ্ধ হন এবং পরে ডা. আজমল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অভিযোগে বলা হয়েছে যে, অভিযুক্তরা সরাসরি সহিংসতায় জড়িত ছিল বা সহায়তা করেছিল। যার ফলে রাজনের মৃত্যু হয় এবং অন্য শিক্ষার্থীরা আহত হয়েছিল।

জুলাই মাসের এক তারিখে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন দুই সপ্তাহের মধ্যে ব্যাপক গণবিক্ষোভে পরিণত হয়। পুলিশ এবং আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রায় ৩০০ জন নিহত হয়ে বলে স্থানীয় গণমাধ্যম জানায়।

শেখ হাসিনা ৫ অগাস্ট ছাত্রদের নেতৃত্বে এক গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান। সেদিন বিকেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং একটা অন্তর্বর্তী সরকার গঠন করে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবেন। শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত ড. মুহাম্মাদ ইউনূসের নেতৃত্বে ৯ অগাস্ট বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে।

৫ অগাস্ট শেখ হাসিনার পদত্যাগের পর সারা দেশজুড়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাসভবনে হামলা এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ শত শত ভবনে অগ্নিসংযোগ করা হয়। হাসিনার পতনের পরের দুই দিনে দেশে অন্তত ২৩২ নিহত হয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।