যুক্তরাষ্ট্রের সেনেটার লিন্ডসে গ্রাহাম এবং রিচার্ড ব্লুমেন্থাল সোমবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথে বৈঠকের সময় রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশের প্রশংসা করেছেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর সোমবার বলেছেন, যারা দেশের মোস্ট ওয়ান্টেড মাদক চক্র নেতাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার বিষয়টি বিবেচনা করে, তিনি সেই কৌশুলিদের সমর্থন করেন।
১৯ আগস্ট থেকে শিকাগোতে শুরু হতে যাওয়া ডেমোক্রেটিক দলের ন্যাশনাল কনভেনশনের জন্য সাজসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন সম্মেলনের উদ্বোধনী রাতে ভাষণ দেওয়ার পরিকল্পনা করছেন এবং দলের নতুন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের নাম ঘোষণা করবেন।