অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন; জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা।
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত পুলিশ ও আনসার সদস্যদের দেখতে গিয়ে আওয়ামী লীগকে দল পুনর্গঠনের আহবান জানিয়ে দেয়া স্বরাষ্ট্র উপদেষ্টার মঙ্গলবারের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করে সংগঠনগুলো। মিছিল কাকরাইল মোড় ও পলওয়েল মার্কেট এলাকা ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আওয়ামী লীগ আবার সংগঠিত হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা মঙ্গলবার (১২ আগস্ট) বলেন, “আওয়ামী লীগ দল পুনর্গঠন করতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগকে বলবো, "এমন কিছু করবেন না, যাতে জীবন বিপন্ন হয়। আপনারা রাজনৈতিক দল হিসেবে দলকে গুছিয়ে নিন। নির্বাচন হলে অংশ নিন। জনগণ ভোট দিলে, ভোটে যাবেন। তবে প্রতি-বিপ্লবের স্বপ্ন দেখলে হাজার-হাজার মানুষের রক্ত ঝরবে।”
দেশের জন্য আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরেন সাখাওয়াত হোসেন। বলেন, “এটা অনেক বড় পার্টি। আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। একসময় বাঙালিদের ভরসার জায়গা ছিলো এই পার্টি। বায়ান্ন, ঊনসত্তরের গণআন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের অবদান ব্যক্তিগত কোনো কারণে নষ্ট করবেন না। এটা জাতীয় সম্পদ। আপনারা আসুন। এখানে মারামারি করে লাভ নেই।”
নিন্দা জানালেন জয়
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার মায়ের মতো পরিণতি ভোগ করার হুমকি দিচ্ছে সেই ‘একই জনতা’।
মঙ্গলবার (১৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সজীব ওয়াজেদ জয় বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের একটি বড় দল হিসেবে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে বলেছেন। তিনি আরো বলেন, “সেই একই 'জনতা' কোনোভাবেই তার সৎ পরামর্শ মেনে নিতে পারেনি, উল্টো তারা (জনতা) আমার মায়ের মতো একই পরিণতি ভোগ করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুমকি দিয়েছে।”