দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহ থেকে তাদের বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক হুমকি মোকাবেলা ও প্রতিরক্ষায় সম্মিলিত সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই মহড়া তবে উত্তর কোরিয়া একে আগ্রাসনের মহড়া হিসেবে দেখছে।
যুক্তরাষ্ট্রর প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মধ্যপ্রাচ্যে একটি গাইডেড মিসাইল সাবমেরিন পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীকে ওই এলাকায় আরও দ্রুত যেতে বলেছেন। গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ আঞ্চলিক সংঘাতের দিকে মোড় নেওয়ায় উদ্বেগের মধ্যে এ পদক্ষেপ নেয়া হলো।
সপ্তাহান্তে প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান দেখতে জড়ো হওয়া ভক্তরা সুষ্ঠুভাবে অলিম্পিক পরিচলানার জন্য ফ্রান্সের প্রশংসা করেন। লস এঞ্জেলস ২০২৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজক এবং তা দেখার জন্য ভক্তরা অধীর অপেক্ষায় থাকবেন।