যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ তৈরি করার জন্য, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নতুন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সোমবার (১২ আগস্ট) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে, সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, “আমি তাদের (অন্তর্বর্তীকালীন সরকার) অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের অবস্থা তৈরি করুন।”
মির্জা ফখরুল বলেন, একটি সত্যিকারের স্বাধীন বাংলাদেশ গড়তে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে যেসব ঝুঁকি রয়েছে সেগুলো মোকাবেলা করে নির্বাচন আয়োজন করতে হবে।
পরিবর্তনের জন্য ছাত্রজনতার আন্দোলনকে দুর্বল করতে, ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহবান জানান বিএনপি মহাসচিব।