প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ

Your browser doesn’t support HTML5

শনিবার (১০ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করে।

স্থানীয় সময় দুপুর ১টার মধ্যে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন বলে জানান আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১০ আগস্ট) আইন মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেন বলে আসিফ নজরুলের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও বার্তায় জানান।